পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Gangasagar Mela 2022 : গঙ্গাসাগরে করোনা আক্রান্ত 13, রয়েছেন সেফ হোমে

By

Published : Jan 14, 2022, 9:54 AM IST

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সাগরমেলায় (Gangasagar Mela 2022) প্রবেশের 13টি পয়েন্ট দিয়ে মোট 3 লক্ষ 2 হাজার মানুষ মেলায় এসেছেন । এঁদের প্রত্যেককে আলাদা করে স্ক্রিনিং করা হয়েছে । করা হয়েছে করোনা পরীক্ষাও । এর মধ্যে করোনা পজিটিভ ধরা পড়েছে 13 জনের । পজিটিভ প্রত্যেককে সেফ হোমে পাঠানো হয়েছে । করোনা পরিস্থিতির জন্য ভার্চুয়াল মাধ্যমে ই-স্নান ও ই-পুজোর বিশেষ জোর দেওয়া হচ্ছে । সামাজিক মাধ্যমে এক কোটির বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে সাগরমেলা । এখনও পর্যন্ত ই-‌দর্শন করেছেন 99.6 লক্ষ মানুষ । ই-‌স্নান করেছেন 1 লক্ষ 7 হাজার 420 জন । এখনও পর্যন্ত ই-‌পুজো দিয়েছেন 21 হাজার 561 জন । এবারের মেলায় প্রত্যেক পুণ্যার্থীদের জন্য সরকারিভাবে 5 লক্ষ টাকা করে বিমার ব্যবস্থা আছে । মেলার স্বাস্থ্যকর্মীরাও এই বিমার আওতায় আসবেন । সাড়ে 11 হাজার পুলিশ নিরাপত্তার দায়িত্ব আছে । দমকল, স্বাস্থ্য, বিদ্যুৎ, জনস্বাস্থ্য কারিগরি দফতরের কয়েক হাজার কর্মী মেলার পরিষেবার সঙ্গে যুক্ত আছেন, এমনটাই জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details