পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Students turn Covid Positive : কল্যাণীর স্কুলে করোনা আক্রান্ত 29 জন পড়ুয়া - several students of jawahar navodaya vidyalaya covid positive

By

Published : Dec 22, 2021, 6:36 PM IST

করোনা পজিটিভ 29 জন ছাত্র-ছাত্রী ৷ চিন্তায় নদিয়ার কল্যাণীর নবোদয় বিদ্যালয় কর্তৃপক্ষ (several students of jawahar navodaya vidyalaya covid positive) ৷ এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা জানান, দু'জন পড়ুয়া করোনা আক্রান্ত জানার পরই স্কুলের বাকি পড়ুয়া-সহ শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মী, সাফাইকর্মী ও নিরাপত্তারক্ষীদের সবারই নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ যার মধ্যে এখনও পর্যন্ত 29 জন পড়ুয়া করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে ৷ বাকিদের টেস্টের রিপোর্ট এলে গোটা বিষয়টি জানা যাবে ৷ সংক্রমণ বেশি হলে পরবর্তীকালে স্কুল বন্ধের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেওয়া হয়ে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details