পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Road Accident In Hooghly: পাথর বোঝাই ট্রাকে ধাক্কা ডাম্পারের, মৃত 2 - পাথর বোঝাই ট্রাকে ধাক্কা ডাম্পারের, মৃত 2

By

Published : Jan 10, 2022, 4:26 PM IST

পাথর বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা ডাম্পারের তাতেই মৃত্যু হয় ডাম্পার চালক ও খালাসির। ঘটনাটি ঘটে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর হরিপালের মহিষটিকরিতে (Road Accident In Hooghly)। মৃতদের নাম কালু শেখ ও তাঁর ভাই তুলব শেখ। তাঁদের বাড়ি বীরভূমের ইলামবাজারে। সোমবার সকালে বীরভূমের ইলামবাজার থেকে পাথর নিয়ে ডানকুনির দিকে যাচ্ছিল ডাম্পারটি। কলকাতামুখী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ডাম্পারটি। ট্রাক আর ডাম্পারের মাঝে পিষ্ট হয়ে যান চালক আর খালাসি। বেশ কিছু সময় আটকে থাকেন তাঁরা। খবর পেয়ে হরিপাল থানা ও সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ক্রেন নিয়ে এসে ডাম্পার সরিয়ে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details