Anubrata Mandal : প্রতিটা পৌরসভায় খেলা হবে, ডে-নাইট খেলা হবে : অনুব্রত মণ্ডল - প্রতিটি পৌরসভায় খেলা হবে
বোলপুরে তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডলের হাত ধরে দলে যোগ দিলেন বিজেপির দুবরাজপুর বিধানসভার পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায় ও বোলপুরের প্রাক্তন কাউন্সিলর অরূপ রায়-সহ 8 নেতা (Several bjp leaders join TMC) । প্রসঙ্গত, তাঁরা আগে তৃণমূলেই ছিলেন, বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন । সেই যোগদান অনুষ্ঠানে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বললেন, "প্রতিটা পৌরসভায় খেলা হবে । সবরকম খেলা হবে । ডে-নাইট খেলা হবে ।"