Subrata Mukherjee : অনুগামী থেকে বিরোধী শিবিরের নেতারা, সুব্রতকে শ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে ঢল - প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়
অনুরাগীরা তাঁকে শেষ বারের মতো দেখবেন, প্রণাম জানাতে পারবেন ৷ তাই প্রয়াত প্রবীণ নেতা তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের শবদেহ আনা হল রবীন্দ্র সদনে ৷ সেখানে একদিকে এই জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে দেখতে ঢল নেমেছে সাধারণ মানুষের ৷ অন্যদিকে দল-মত-ধর্ম নির্বিশেষে তাঁকে শ্রদ্ধা জানাতে এলেন বিরোধী রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা ৷ বিজেপি নেতা তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, প্রবীণ কংগ্রেস নেতা আবদুল মান্নান এসে তাঁদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গেলেন ৷ এখানে তাঁর দেহ রাখা হবে দুপুর 2টো পর্যন্ত ৷ তারপর তাঁকে নিয়ে যাওয়া হবে বিধানসভায় এবং গড়িয়াহাটের বাসভবনে ৷ পরে একডালিয়ার এভারগ্রিন ক্লাব হয়ে দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে ৷ সেখানে আজ বিকেল নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷