প্রায় এক কোটির সেগুন কাঠ উদ্ধার মাথাভাঙ্গায় - Segun wood recovered
কোচবিহারের বনবিভাগ এবং পুলিশের যৌথ অভিযানে প্রায় এক কোটি টাকার চোরাই সেগুন কাঠ উদ্ধার হল মাথাভাঙ্গার নিশিগঞ্জ সংলগ্ন সিটকিবাড়ি এলাকায় । ওই এলাকায় রাজ্য সড়কে অভিযান চালিয়ে পাচারের আগেই দু'টি ট্রাক থেকে ওই কাঠ উদ্ধার হয় । ওই কাঠ উত্তর-পূর্ব ভারতের কোনও রাজ্য থেকে পাচার করা হচ্ছিল বলে বনবিভাগের অনুমান ৷ ট্রাক দুটির চালক ও খালাসিরা ফেরার ।