পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

লকডাউনেও বাইরে, পুলিশ দেখে পুকুরে ঝাঁপ যুবকদের - পুকুরে ঝাঁপ দিল যুবকেরা

By

Published : Jul 29, 2020, 4:12 PM IST

লকডাউন সফলভাবে বাস্তবায়িত করতে রায়গঞ্জ শহরের পাশাপাশি শহর সংলগ্ন গ্রামগুলিতেও অভিযান চালাল রায়গঞ্জ থানার পুলিশ। এই থানার IC সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী রায়গঞ্জ শহর সংলগ্ন এলাকার শ্যামপুর, গোয়ালপাড়া, ধুলিয়াবাড়ি-সহ বেশ কয়েকটি গ্রামে লকডাউনের সময় অভিযান চালায় । লকডাউন অমান্য করে রাস্তায় বাইক ও সাইকেল নিয়ে চলাচল করা, দোকান খোলা এবং এলাকায় পিকনিক করার অপরাধে মোট 19 জনকে গ্রেপ্তার করে পুলিশ । গোয়ালপাড়া গ্রামে একদল যুবক লকডাউনে ছুটির আমেজ উপভোগ করতে পিকনিকের আয়োজন করে। সেখানে হানা দেয় রায়গঞ্জ থানার পুলিশবাহিনী। পুলিশ পৌঁছাতেই এলাকার যুবকেরা পালিয়ে যাবার চেষ্টা করে। দুতিনজন পাশে থাকা একটি পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতরে ওপারে চলে যেতে সমর্থ হলেও কয়েকজনকে গ্রেপ্তার করতে সফল হয় পুলিশ। রায়গঞ্জ শহর ও শহর সংলগ্ন গ্রামগুলিতে অভিযান চালিয়ে পুলিশ মোট 19 জনকে গ্রেপ্তার করে।

ABOUT THE AUTHOR

...view details