স্বাধীনতা দিবসের আগে আঁটসাট নিরাপত্তা হাওড়া স্টেশন - howrah station
স্বাধীনতা দিবসের আগে আঁটসাট নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন । আজ প্ল্যাটফর্ম ও রেললাইনে তল্লাশি চালান হাওড়া GRP, RPF, গোলাবাড়ি থানা ও CID বম্ব স্কোয়াডের আধিকারিকরা । আজ সকালে স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালান তাঁরা। দেখুন ভিডিয়ো...