কোচবিহারের মানসাইয়ে দেখা মিলল মরশুমের প্রথম ইলিশের - কোচবিহার
কোচবিহারের মাথাভাঙার মানসাই নদীতে দেখা মিলল ইলিশের ৷ এই মরশুমে প্রথম ইলিশের দেখা মেলে শনিবার ৷ প্রতি বছর মানসাই নদীতে কমবেশি ইলিশের দেখা মেলে ৷ এবছর কিছুটা হলেও দেরিতে ইলিশের দেখা মিলল বলে জানান সেখানকার বাসিন্দারা ৷