Schools Reopen: স্কুল খোলায় খুশির হাওয়া রায়গঞ্জে, উদ্বেগ কাটছে না অভিভাবকদের - রায়গঞ্জ
দীর্ঘদিন বন্ধ থাকার পর কোভিড বিধি মেনে রাজ্যে ফের খুলল স্কুল । স্বাস্থ্যবিধি মেনে স্কুলে যাচ্ছে ছাত্রছাত্রীরা । স্কুলগুলির পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থা । এতদিন পর স্কুলে যেতে পেরে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা ৷ রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ধরা পড়ল দারুণ উৎসাহ । অনলাইন ছেড়ে অফলাইনে পঠন পাঠন শুরু হওয়ায় খুশি অভিভাবকরাও । তবে দূরত্ববিধি বজায় রাখা নিয়ে উদ্বেগ রয়েছে তাঁদের মধ্যে ৷ রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা জানিয়েছেন, সরকারি কোভিড বিধি মেনে স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষ সংক্রমণমুক্ত করা হয়েছে । আজ ছাত্রছাত্রীদের স্কুলে প্রবেশের আগেই তাদের হাত স্যানিটাইজ করা হয় ৷ থার্মাল গান দিয়ে মেপে নেওয়া তাপমাত্রা ।