উচ্চমাধ্যমিকের নম্বর বৃদ্ধির দাবি, চাকুলিয়ার স্কুলে ভাঙচুর ছাত্রছাত্রীদের - স্কুলে ভাঙচুর
নম্বর বৃদ্ধির দাবিতে স্কুলে ব্যাপক ভাঙচুর চালাল উত্তেজিত ছাত্রছাত্রীরা । চাকুলিয়া ব্লকের শকুন্তলা হাইস্কুলের ঘটনা । ছাত্রদের দাবি, উচ্চমাধ্যমিকে কম নম্বর পাওয়ায় তারা কোনও ভাল কলেজে ভর্তি হতে পারছে না । রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুরের বিভিন্ন স্কুলে উচ্চমাধ্যমিকে নম্বর বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে । কোথাও রাস্তা অবরোধ, কোথাও স্কুলে আসবাবপত্র ভাঙচুর এবং বিক্ষোভের ঘটনা ঘটছে । উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের শকুন্তলা হাইস্কুলে ছাত্রছাত্রীরা বিক্ষোভ শুরু করে । স্কুলের প্রধান নবকুমার শাকারি তাদের মার্কসিট নেওয়ার কথা বললেও ছাত্রছাত্রীরা এই কম নম্বরের মার্কসিট নিতে রাজি হয়নি । উত্তেজিত ছাত্ররা স্কুলের চেয়ার, টেবিল, বেঞ্চ ভাঙচুর করে বলে অভিযোগ । প্রধান শিক্ষক নবকুমার শাকারি জানান, ছাত্রদের মেধা অনুযায়ী নম্বর দেওয়া হয়নি । যার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ।