"ফোন করলেই যদি মোদি হওয়া যেত..." ; মমতাকে কটাক্ষ সায়ন্তনের - সায়ন্তন বসু
"এখন চলছে দিদিকে বলো । দিদি, ফোন করেই যদি নরেন্দ্র মোদি হওয়া যেত, তাহলে পাড়ার STD বুথের মালিকও নরেন্দ্র মোদি হয়ে যেত ।" গতরাতে গড়বেতার ধাদিকা বাজারে BJP-র উত্তর মণ্ডল সভাপতি বাপি ডগরীকে পুলিশ গ্রেপ্তার করে । তার প্রতিবাদে আজ ধাদিকা বাজারে BJP মিছিল করে । সেখানেই BJP রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এই মন্তব্য করেন । ভিডিয়ো...