পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

আরামবাগে এলে মুখ্যমন্ত্রী ঘেরাও হবেন, হুমকি সায়ন্তনের - দেবশ্রী চৌধুরিকে ঘেরাও

By

Published : Nov 16, 2019, 12:01 AM IST

দক্ষিণ 24 পরগনার গোসাবায় দেবশ্রী চৌধুরিকে ঘেরাও প্রসঙ্গ তুলে আরামবাগে শহিদ স্মরণে প্রকাশ্য জনসভা থেকে বক্তব্য রাখলেন সায়ন্তন বসু ৷ তিনি জানান, মুখ্যমন্ত্রী আরামবাগে আসলে ঘেরাও হবেন ৷ বক্তব্যর শুরুতেই জনসভায় যোগ দিতে আসা বাসে ভাঙচুর করা প্রসঙ্গে বলেন, "যারা আজ বাস ভাঙচুর করেছে, বাড়ি ভাঙচুর করেছে দিন পালটালে তাদের ভাঙচুরের ব্যবস্থা আমরা করব ৷"

ABOUT THE AUTHOR

...view details