পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"আমরা চাই আরও হাজার হাজার কমলি সোরেন তৈরি হোক" - হিন্দু সমাজ সংখ্যালঘু

By

Published : Jan 28, 2021, 6:36 AM IST

গাজোলের কমলি সোরেনের পদ্মশ্রী প্রাপ্তি নিয়ে বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছে বিরোধী শিবির । প্রশ্ন তুলেছেন বিশিষ্টরাও । তবে এসব প্রশ্নে আমল না দিয়ে বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু বলেন, "কমলি সোরেনকে পদ্মশ্রী সম্মাননা দেওয়ায় নরেন্দ্র মোদি সরকারকে ধন্যবাদ । কমলিদেবীকেও অনেক অভিনন্দন । যারা জানে না, তারাই এনিয়ে প্রশ্ন তুলছে । যদি কমলিদেবী ভিনধর্মে যাওয়া মানুষদের স্বধর্মে ফিরিয়ে আনতে পারেন তাহলে তাঁকে অভিনন্দন । যেখানে হিন্দু সমাজ সংখ্যালঘু হয়েছে, সেখানেই বিপদ নেমে এসেছে । কাশ্মীর, মিজোরাম তার উদাহরণ । উদাহরণ মালদা ও মুর্শিদাবাদ ।" তিনি আরও বলেন,"আমরা চাই, আরও হাজার হাজার কমলি সোরেন তৈরি হোক । তার জন্য সরকারের যেমন উৎসাহ দেওয়া উচিত, আমরাও দলের পক্ষ থেকে দেব ।"

ABOUT THE AUTHOR

...view details