কালীঘাটে পিসির মন্দিরে বখরা পাঠাতে হয় অনেক পুলিশ অফিসারকে : সায়ন্তন বসু - BJP-র পঞ্চায়েত ঘেরাও কর্মসূচি
কালীঘাটে নতুন মন্দির হয়েছে, সেটা পিসির মন্দির । সেখানে প্রসাদ দিয়ে আসতে হয় । অনেক পুলিশ অফিসারকেই সেখানে বখরা পাঠাতে হয় । আর ছয় মাস খেয়ে নিন । তারপর আর কেসও দিতে পারবেন না । এই ভাষাতেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন BJP নেতা সায়ন্তন বসু । আজ তাঁর নেতৃত্বে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত ঘেরাও কর্মসূচি ছিল BJP-র । সেই কর্মসূচিতেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন সায়ন্তন ।