"মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন সেখানেই শিল্প বন্ধ হয়ে যাবে" - latest news bjp
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে কটাক্ষ করলেন BJP নেতা সায়ন্তন বসু । বলেন, যেই না তিনি উত্তরবঙ্গে গেছেন তখনই একটা চা বাগান বন্ধ হয়ে গেছে । ওনাকে দেখামাত্রই চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে । তিনি ক্ষমতায় থাকতে থাকতে যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে চা বাগান সহ অন্যান্য শিল্প বন্ধ হয়ে যাবে । একটা মড়ক তৈরি হয়েছে । এটা থেকে বের হওয়ার জন্য তাঁর সরকারের চলে যাওয়া দরকার ।