শরৎপল্লি সর্বজনীনের পুজো আয়োজনে মেয়েরাই সবকিছু - দুর্গাপুজো
48 বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করছেন শরৎপল্লির মহিলারা ৷ প্রায় 400 পরিবারের মেয়ে-বউরা এই পুজোর উদ্যোক্তা৷ পুজো এলে নিজেদের মেয়েবেলার কথা মনে পড়ে বাইরে থাকা অনেকেরই ৷ তাই পুজো এলে প্রায় সবাই সপরিবারে বাবার বাড়ি ফিরে আসেন ৷ পুজোর চাঁদা তোলা, মৃৎশিল্পীর কাছে প্রতিমার বরাত, পুরোহিত ঠিক করা, বাজারহাট, পুজোর আয়োজনে পুরুষদের প্রবেশ নিষেধ ৷ তবে পুরুষরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন৷ অংশ নিতে পারেন অঞ্জলি কিংবা ভোগ খাওয়ার পাতায় ৷