স্য়ানিটাইজ়ার রাখি, বোতামে চাপ দিলেই হাত জীবাণুমুক্ত - কলকাতার খবর
ম্যাজিক রাখি । যা হাতে পরলেই নিমেষে স্যানিটাইজ় হয়ে যাবে হাত । কোরোনা সংক্রমণ মোকাবিলায় এবার এমনই অভিনব রাখি তৈরি করল ঠাকুরপুকুরের স্বদেশ বসু হাসপাতাল । রাখির ভিতরে রয়েছে একটি সিলিন্ডার । তাতে 75 মিলিলিটার স্যানিটাইজ়ার রাখা যায় । আর রয়েছে একটি ব্যাটারি আর একটি বোতাম । বোতামে চাপ দিলেই সিলিন্ডার থেকে স্যানিটাইজ়ার বেরিয়ে আসে । হাসপাতালের সমস্ত রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাতে আজ এই স্যানিটাইজ়ার রাখি পরিয়ে দেওয়া হয় ।