মনে হচ্ছে যেন সিরিয়া বা লেবাননে আছি : সব্যসাচী - tmc
রাজ্যকে সিরিয়া, লেবাননের মতো জঙ্গি অধ্যুষিত দেশের সঙ্গে তুলনা করে আবার সরকারকে তোপ দাগলেন সব্যসাচী দত্ত । তিনি বলেন, "মনে হচ্ছে যেন সিরিয়া বা লেবাননের মতো কোনও দেশে আছি ।" গতকালই হাইকোর্ট জানায়, সব্যসাচী দত্তকে মেয়দ পদ থেকে সরানোর জন্য যে প্রক্রিয়ায় আস্থাভোটের নোটিশ জারি করা হয়েছিল তা সঠিক নয় । যার জেরে সব্যসাচী দত্তের বিরুদ্ধে আজ আস্থা ভোট আর হবে না । আর আদালতের এই নির্দেশের পর মুখ খোলেন বিধাননগরের মেয়র । বনগাঁয় আস্থা ভোট প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিকে অশান্ত সিরিয়া ও লেবাননের সঙ্গে তুলনা করেন সব্যসাচী ।