সব্য়সাচীর BJP-তে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা: জয় - Join
"সব্য়সাচী দত্ত যেদিন BJP-তে যোগ দেবেন, সেদিন তৃণমূলের অধিকাংশ কাউন্সিলরই তাঁর সঙ্গে দলে যোগ দেবে । আজ যারা সব্য়সাচীর হয়ে নালিশ করছে, তারাই আমাদের দলে আসবে । সব্য়সাচীর BJP-তে যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ।" বারাসতে দলের এক অনুষ্ঠানে এসে এই দাবি করলেন BJP নেতা জয় ব্য়ানার্জি । তিনি আরও বলেন, "এখন যারা তৃণমূলে আছে তাদের মনটা চলে গেছে BJP-তে, আর বাহিরটা আছে তৃণমূলে ।" দেখুন ভিডিয়ো...