পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মেদিনীপুরে শুরু সবলা মেলা - স্বনির্ভর গোষ্ঠীর 24 টি স্টল

By

Published : Jan 8, 2021, 9:43 PM IST

কোভিড পরিস্থিতির মাঝেই রাজ্য সরকারের সবলা মেলা মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠে । মেলার আয়োজন জেলা প্রশাসনের তরফ থেকে । এই সবলা মেলায় অংশ নিয়েছে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর 24 টি স্টল । এর মধ্যে পৌরসভার স্টল রয়েছে দশটি । মেলার উদ্বোধন করেন মন্ত্রী সৌমেন মহাপাত্র । মন্ত্রী ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক ডক্টর রেশমি কোমল ,জেলা পরিষদ সভাধিপতি উত্তরা সিং হাজরা সহ বিশিষ্ট আধিকারিক বৃন্দ । মেলার স্টল থেকে পাওয়া যাচ্ছে মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর আম-আচার থেকে শুরু করে শাড়ি, মাদুর সহ বিভিন্ন ধরনের আসবাসপত্র । মেলা চলবে আগামী 14 ই জানুয়ারি পর্যন্ত ।

ABOUT THE AUTHOR

...view details