পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সোশাল মিডিয়ায় কোরোনা আতঙ্কের গুজব, স্বাস্থ্য দপ্তরের আইনি পদক্ষেপ - কোরোনা ভাইরাস

By

Published : Feb 10, 2020, 10:58 PM IST

4 মিনিট 33 সেকেন্ডের একটি অডিয়ো বার্তা এখন কোরোনা ভাইরাসের আতঙ্ক ছড়াচ্ছে সোশাল মিডিয়ায় । ওই অডিয়ো বার্তায় এক যুবতি কণ্ঠ জানাচ্ছেন, 26 জানুয়ারি চিন থেকে এরাজ্যে ফিরেছেন আলিপুরদুয়ারের এক ব্যক্তি । তবে, তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না । ওই ব্যক্তিকে এবং তাঁর পরিবারের অন্য সদস্যদের পৃথক কোনও স্থানে পর্যবেক্ষণে রাখার জন্য তাঁদের খুঁজে বের করতে হবে । না হলে, তাঁর থেকে সংক্রমণ ছড়িয়ে পড়বে ৷ যা বড় বিপর্যয়ের আকার নেবে বলে আশঙ্কা করা হয়েছে । ইতিমধ্যেই এই বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরের নজরে এসেছে । আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা এক ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, 24 জানুয়ারি চিন থেকে ওই ব্যক্তি দেশে ফিরেছেন । তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । তিনি সুস্থ আছেন । তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । সেইসঙ্গে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন তিনি । অযথা আতঙ্কিত না হওয়ার কথাও বলেছেন । এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী জানিয়েছেন, ওই অডিয়ো বার্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details