পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রসগোল্লার জন্মদিনে মিষ্টি বিলি পূর্ব মেদিনীপুরে - rosogolla's birthday celebration

By

Published : Nov 14, 2019, 5:20 PM IST

GI ট্যাগ প্রাপ্তির দ্বিতীয় বর্ষপূর্তিতে বিনামূল্যে রসগোল্লা বিলি করল পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি । রাজ্যজুড়ে বৃহস্পতিবার রসগোল্লা দিবস উদযাপন করে এই সংঠন । বৃহস্পতিবার সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, রামতারক, কাকটিয়া, তমলুক হসপিটাল মোড়, নন্দকুমার, মহিষাদল, লক্ষা, সুতাহাটা, হলদিয়াতে পথচলতি মানুষের মধ্যে রসগোল্লা বিলি করেন সংস্থার সদস্য তথা মিষ্টি ব্যবসায়ীরা । ২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকার রসগোল্লার ভৌগোলিক নির্দেশিকার জন্য GI ট্যাগের আবেদন জানিয়েছিল । ১৪ নভেম্বর ২০১৭ তারিখে, সেই আবেদন মঞ্জুর করেছিল ভারতের GI রেজিস্ট্রি দপ্তর । রসগোল্লার জনক হিসেবে তারা স্বীকৃতি দিয়েছিল বাঙালি নবীনচন্দ্র দাসকেই । আর সেই থেকেই বাংলাজুড়ে শুরু হয়েছে রসগোল্লার জন্মদিন পালন । পূর্ব মেদিনীপুর জেলায় ৪০ হাজার মানুষের মধ্যে আজ রসগোল্লা বিলি করে পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি ।

ABOUT THE AUTHOR

...view details