পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

রোবট করবে কোভিড রোগীর পরীক্ষা, সল্টলেকে চালু স্যাটেলাইট ফেসিলিটি - স্যাটেলাইট কোভিড ফ্যাসিলিটি

By

Published : May 8, 2021, 7:32 AM IST

রোবটের মাধ্যমে রোগীরা কথা বলতে পারবেন চিকিৎসকের সঙ্গে । রোবট খতিয়ে দেখবে রোগীর শারীরিক অবস্থা । থাকছে না কোনো আইসিইউ ইউনিট । স্যাটেলাইট কোভিড ফ্যাসিলিটিতে অক্সিজেন পরিষেবা থাকবে । সল্টলেকের আমরি হাসপাতাল এর উদ্যোগে সল্টলেকে স্টেডিয়াম এর মধ্যে ২৫০ বেডের কোভিড ফ্যাসিলিটি তৈরি করা হল । যার নাম দেওয়া হয়েছে স্যাটেলাইট ফেসিলিটি । রোগীর অবস্থার অবনতি হলে মূল হাসপাতালে কিংবা অন্য কোনও হাসপাতালে স্থানান্তরিত করা হবে । এই স্যাটেলাইট ফ্যাসিলিটিতে শরীরের কম লক্ষণ থাকা রোগীদের চিকিৎসা করা হবে । এখানে ডাক্তার নার্স ও অন্যান্য সুবিধা থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details