রাস্তায় গর্ত, ধানের চারা লাগিয়ে বিক্ষোভ - agitation
শিলিগুড়ি পৌরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ড এলাকার প্রায় সাড়ে চার কিলোমিটার রাস্তা খানাখন্দে পরিপূর্ণ ৷ বিশেষ সমস্যা দেখা দিয়েছে অ্যাম্বুলেন্স চলাচলে ৷ প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি ৷ আজ রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ রাস্তা অবরোধ করে মাঝ রাস্তায় থাকা খানাখন্দে ধানের চারা লাগিয়ে বিক্ষোভে সামিল হন তাঁরা ৷ অভিযোগ, বহুদিন ধরেই রাস্তার অবস্থা খারাপ ৷ কিন্তু প্রশাসন কোনও উদ্যোগই নিচ্ছে না ৷ একবার খানাখন্দ ভরাটের কাজ শুরু হলেও তা অজানা কারণে বন্ধ হয়ে যায় ৷ তাঁদের দাবি, অতিদ্রুত রাস্তা মেরামত করতে হবে ৷ অন্যথায় একটানা আন্দোলন ও প্রয়োজনে অনশনের হুমকি দিয়েছেন তাঁরা ৷