পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

সল্টলেকে গাছ ভেঙে বন্ধ রাস্তা - নিউটাউন

By

Published : May 20, 2020, 5:28 PM IST

আমফানের দাপটে তছনছ সল্টলেক ৷ ঝড়ের দাপটে সল্টলেক এবি, এসি মার্কেটের কাছে ভেঙে পড়ল গাছ । সল্টলেকের সিজিও কমপ্লেক্সের কাছে গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেল রাস্তা । ঘূর্ণিঝড় আমফান আছড়ে পড়ার আগেই নিউটাউন জুড়ে সতর্কতা জারি করা হয়েছিল হিডকো এবং নিউটাউন থানার পুলিশের পক্ষ থেকে । নিউটাউন বিশ্ব বাংলা গেটের চারপাশের রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ । বিশ্ব বাংলা গেটের চারপাশে প্রায় ৩০০ মিটার দূর দিয়ে সমস্ত গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে । নিউটাউনের গৌরাঙ্গনগর, সুলংগুড়ি এলাকা সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে নিউটাউন থানার তরফ থেকে ।

ABOUT THE AUTHOR

...view details