রাস্তার বেহাল দশা, প্রতিবাদে ইংরেজবাজারে পথ অবরোধ - মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ
বেহাল রাস্তার মেরামতির দাবিতে আজ মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করেন ইংরেজবাজারের নওগামা এলাকার বাসিন্দারা ৷ ঘণ্টাখানেকের অবরোধে যানজটের সৃষ্টি হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ৷ পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে৷ স্থানীয়দের অভিযোগ, ইংরেজবাজারের নওগামা থেকে সাতমাড়া মোড় পর্যন্ত 15 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে৷ একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও ফল মেলেনি ৷ রাজনৈতিক নেতৃত্বরা ভোটের সময় এলেই রাস্তা মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দেন ৷ কিন্তু, ভোটের পর আর তাদের দেখা পাওয়া যায় না ৷ তবে শীঘ্রই রাস্তা মেরামতির কাজে হাত না দেওয়া হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন এলাকার লোকজন ৷
Last Updated : Nov 15, 2019, 1:12 PM IST