Alipurduar Vaccine : আলিপুরদুয়ারে ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ - tufanganj
ভাটিবাড়ি গ্রামীণ হাসপাতালে এদিন ভ্যাকসিন দেওয়া হবে এমনটা জানানো হয় আশাকর্মীদের তরফে। সেইমতো ভোর তিনটে থেকে লাইনে দাঁড়িয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ভিড়ও হয়েছিল প্রচুর। কিন্তু বেলা বাড়ার পর হাসপাতাল থেকে জানানো হয়, এদিন ভ্যাকসিন দেওয়া হবে না। তাতে ক্ষুব্ধ হয়ে বাসিন্দারা হাসপাতাল ভাঙচুর করে আলিপুরদুয়ার তুফানগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করেন। যার ফলে যান চলাচল বন্ধ হয় ৷ উত্তেজিত জনতার পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাটিবাড়ি ফাঁড়ির পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় । প্রায় দেড় ঘণ্টা ধরে অবরোধ চলে ৷