পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

পানীয় জলের দাবিতে হাঁড়ি-কলসি নিয়ে বিক্ষোভ, জল চাই স্লোগান মহিলাদের - Bankura

By

Published : Jun 18, 2019, 12:30 PM IST

ফুটিফাটা রাস্তা । পারদ ছুঁয়েছে প্রায় 45 ডিগ্রি । এই ছবি বাঁকুড়ার । পুরুলিয়ারও । সঙ্গে রয়েছে প্রবল জলসঙ্কট । জল না পেয়ে তীব্র ক্ষোভ দানা বেধেছে বাঁকুড়ার বেশ কিছু গ্রামে । মহিলারা হাঁড়ি, কলসি নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান । অন্য়দিকে, তাপমাত্রা বেশ থাকায় পুরুলিয়াতেও জলসঙ্কট তীব্র । আজ পানীয় জলের দাবিতে গ্রামপঞ্চায়েতের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এখানকার মহিলারাও । দেখুন ভিডিয়ো...

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details