"সাংবাদিকরা অনেক স্বাধীনভাবে কাজের সাহস পাবে" - জয়েন্তনারায়ণ চট্টোপাধ্যায়
ETV ভারতের সাংবাদিক অভিষেক দত্ত রায়ের বিরুদ্ধে দায়ের করা হয় তিনটি মামলা ৷ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন তিনি । সেই আবেদনের শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ, কণ্ঠরোধ করতেই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে ৷ অভিষেক দত্ত রায়ের হয়ে হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "কলকাতা হাইকোর্টের এই রায়ের ফলে সাংবাদিকরা অনেকটা স্বাধীনভাবে, স্বতন্ত্রভাবে কাজ করার সাহস পাবে ।"
Last Updated : Aug 5, 2020, 9:30 AM IST