কনটেনমেন্ট জ়োনে সরকারি পরিষেবা নিয়ে বিক্ষোভে তুলকালাম - সরকারি পরিষেবা নিয়ে বিক্ষোভ
মুর্শিদাবাদে প্রতিদিনই ঊর্ধ্বমুখী হচ্ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। যার মধ্যে ভগবানগোলা উল্লেখযোগ্য। সেক্ষেত্রে গোষ্ঠী সংক্রমণ এড়াতে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হচ্ছে একের পর এক এলাকা। এখানকার বীরেন্দ্রনগর এলাকাকে কনটেনমেন্ট জ়োন ঘোষণা করা হয় ৷ কিন্তু এলাকায় সরকারি পরিষেবা নিয়ে সোমবার স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন সরকারি আধিকারিকরা ৷ বীরেন্দ্রনগর এলাকার কনটেনমেন্ট জো়ন বসবাসকারী অধিকাংশই দিন আনা দিন খাওয়া মানুষ। কেউ মাছ বিক্রি করে, কেউ বা সবজি বিক্রি করে, কেউ আবার ফেরি করে দিন গুজরান করে। দিন কয়েক আগে ওই এলাকায় এক জনের দেহে কোরোনার সংক্রমিত হওয়ার পরেই তা ক্রমশ ছড়িয়ে পড়ে এলাকায় । পরিস্থিতি সামাল দিতে স্থানীয় মেডিকেল টিমের লোকজন এলাকায় হাজির হয়ে র্্যাপিড টেস্টের বন্দোবস্ত করে । বিক্ষোভকারীদের দাবি, সরকারি নিয়ম মেনে তাদের ন্যূনতম পরিষেবা খাদ্য ও পানীয় জল, ওষুধ, স্বাস্থ্যপরীক্ষার নিয়মিত ব্যবস্থা করা হোক।