ডায়মন্ড হারবারে হুগলি নদীর বাঁধ ভেঙে প্লাবিত এলাকা, শুরু উদ্ধারকাজ - উদ্ধারকাজ
যশের প্রভাবে ডায়মন্ড হারবারে হুগলি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ৷ জলোচ্ছ্বাসের জেরে একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এলাকা । জলের মধ্যে আটকে পড়েছেন বহু মানুষ ৷ তাঁদের নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যেতে মহকুমাশাসকের নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন । ইতিমধ্যে ডায়মন্ড হারবারে প্রায় পাঁচ হাজার মানুষকে নিরাপদে উদ্ধার করে ত্রাণ শিবিরগুলিতে নিয়ে যাওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই ডায়মন্ড হারবারে হুগলি নদীর পাড়ের গ্রামগুলি খালি করে দেওয়া হচ্ছে ৷