Ghatal Flood :এক গলা জলে দাঁড়িয়ে ত্রিপল চাইছেন ওঁরা, ঘাটালে ত্রাণ বিলির করুণ ছবি - viral video
"একটা দিন না ৷ ও দাদা আর একটা দিন না ৷" গলা জলে ডুবে এভাবেই কাতর সুরে ত্রিপল চাইছেন ঘাটালের মনসুকা এলাকার বাসিন্দারা ৷ পুরুষ ও মহিলা নির্বিশেষে সাঁতার কেটে ত্রাণ বন্টনের নৌকার কিনারা ধরে ত্রিপল চাইছেন ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে শনিবার বিকেলে বন্যা পরিদর্শনে আসেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ও মন্ত্রী সন্ধ্যারানী টুডু ৷ তাঁরা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিলি করেন ৷ সেই সময়ই এই দৃশ্য ধরা পড়ে ৷ ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷