কোরোনা মুক্ত তৃণমূল বিধায়ক উদয়ন, শোভাযাত্রা ঘিরে বিতর্ক - Trinamool MLA Udayan Guha
আজ বিকেলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দিনহাটা পৌরসভার প্রশাসক তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । কিন্তু যেভবে ব্যান্ডপার্টি নিয়ে দলীয় কর্মীরা তাঁকে নিয়ে শহরজুড়ে শোভাযাত্রা করলেন তা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে । কোথায় সামাজিক দূরত্ব ? কোথায় সুরক্ষাবিধি ? গত 21 জুলাই তৃণমূল বিধায়ক উদয়ন গুহ কোরোনায় আক্রান্ত হন । গতকাল শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয় ।