সৌমিত্রর কণ্ঠে 'বাংলার মুখ' - বাংলার মুখ আমি দেখিয়াছি
জীবনানন্দ দাশের 'বাংলার মুখ আমি দেখিয়াছি' আবৃত্তি করে 'বর্ধমান উৎসব'কে অন্য রূপ দিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ সঙ্গে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন তিনি ৷ তাঁর কণ্ঠে আবৃত্তি শুনে মোহিত সকলে ৷