Durga Puja : সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান করিয়ে পুজো শুরুর রীতির কারণ কী ? - দুর্গাপুজো
বাঙালির শারদোৎসব এখন শুরু হয় মহালয়া থেকেই ৷ তবে সপ্তমীর সকালেই প্রথা মেনে নবপত্রিকা স্নান করিয়ে শুরু হয় ৷ সর্বত্র নবপত্রিকা স্নান করিয়ে আড়ম্বরপূর্ণ পরিবেশে পুজো মণ্ডপে আনা হয়েছে ৷ কিন্তু কী এই নবপত্রিকা ? কী কী থাকে এই নবপত্রিকায় ? সেই ব্যাখ্যাই দিলেন পণ্ডিত ড. স্বর্ণকমল গোস্বামী ৷