KMC Election 2021 Results : মানুষই জবাব দিয়েছে, জয়ের পর প্রতিক্রিয়া বিজেপির বিজয়-সজলের - bjp candidate sajal ghosh won ward 50 of kolkata
কলকাতা পৌরনিগমের ভোটে (KMC Election 2021 Results) 23 নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন বিজেপির বিজয় ওঝা এবং 50 নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন সজল ঘোষ ৷ তাঁদের দাবি, তাঁদের ওয়ার্ডের মানুষই জবাব দিয়েছে এই ফলের মাধ্যমে ৷
TAGGED:
Latest News on bjp