ফোটো শুট করতে আদিবাসী বাড়িতে খেতে গিয়েছিলেন শাহ, মন্তব্য সূর্যকান্তর - reaction of Suryakanta Mishra on Amit shah visit of west benal
"ওর কথা কে শোনে, আমি ওর কথায় পাত্তা দিই না । উনি ফোটো শুট করতে আদিবাসী বাড়িতে খেতে গিয়েছিলেন ।" পুরুলিয়ার দুলমি কৃষক ভবনে কমিউনিটি কিচেন উদ্বোধনে এসে BJP নেতা অমিত শাহকে নাম না করে কটাক্ষ করলেন CPI(M) রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র । সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্যবাবু বলেন, "একুশে নির্বাচনে ওরা (BJP) ওদের টার্গেট ঠিক করুক ৷ মানুষই ওদের টার্গেট কবে ৷ লক্ষ্যভেদ করবে । রাজ্য সরকার গত সাড়ে 9 বছরে ধরে মানুষকে ভাঁওতা দিচ্ছেন আর বিভাজনের রাজনীতি করছেন । বিভিন্ন ভাষা ও জাতীতে ভাগ করছেন রাজ্যকে । BJP আর তৃণমূল একই ।"
Last Updated : Nov 6, 2020, 5:47 PM IST