তাপস রায়ের সঙ্গে বিরোধীদের বচসার ঘটনায় সুর নরম পার্থর - TMC
বিধানসভায় তাপস রায়ের সঙ্গে বিরোধীদের বাক বিতণ্ডার ঘটনাকে কেন্দ্র করে সুর নরম করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । বিরোধীদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে সাধুবাদ জানালেন তিনি । আবেদন মেনে বিরোধীদের অধিবেশন কক্ষে ফিরে আসা নিয়ে পার্থবাবু বলেন," আমি খুশি বিরোধীরা আবেদনে সাড়া দিয়ে এসেছেন । এটাই গণতন্ত্র ।"