Manas Bhunia on Budget : কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনা, প্রতিক্রিয়া মানস ভুঁইয়ার - Manas Bhunia on Budget
"যে সরকার দেশের সৃষ্টি সম্পদকে বিক্রি করে দেয় তার অর্থনৈতিক পরিকল্পনা যে আমাদের নিরাশ করবে তা বলাই বাহুল্য ৷ বাজেটে নেই কোনও বড় রেল প্রকল্পের ঘোষণা, নেই দেশের সকল রাজ্যে টিকার সমবন্টনের কথা ৷ বাংলার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও কোনও পরিকল্পনা দেখা গেল না বাজেটে ৷" পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সৃষ্টিশ্রী মেলার উদ্বোধনে এসে কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস ভূঁইয়া (Manas Bhunia on Union Budget 2022) ৷