"বিজেপিতে যোগ দিলে নারকোটিক কেস দেওয়া হবে, তৃণমূল সরকারের বর্তমান এজেন্ডা" দেবশ্রী চৌধুরি - bjp leader pamela goswami
"তৃণমূল সরকারের বর্তমান যে এজেন্ডা, যে বিজেপিতে যোগ দেবে তাকে নারকোটিক বা ড্রাগ কেস দিয়ে হেনস্থা করা হবে । এটা 2018 সাল থেকে চলে আসছে । বিজেপির কার্যকর্তাদের হেনস্থা করা হয় । তবে আইন আইনের পথে চলবে । অন্যায় করলে তার শাস্তি হবে । আমরা শাস্তির পক্ষে সবসময় আছি । কিন্তু এটা ষড়যন্ত্র ।" আজ রায়গঞ্জের এক দলীয় কর্মসূচিতে এসে কোকেনসহ পামেলা গোস্বামীর গ্রেফতারের ঘটনা প্রসঙ্গে একথা বললেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরি ।