Bikaner-Guwahati Express Accident : ঝাঁকুনি অনুভব হতেই ব্রেক কষে দি, তারপর দেখি ... - বিকানের গুয়াহাটি এক্সপ্রেস
"গাড়ি 95-100 কিমি গতিতে ছিল ৷ দোমোহনি স্টেশনে সবুজ সংকেত দেখেই ট্রেনটি চালাচ্ছিলাম । হঠাৎ অ্যাডভান্স সিগন্যালের আগে ঝাঁকুনি অনুভব করি । এরপর ব্রেক কষে দিতেই দেখি পিছনে বগি উলটে গিয়েছে (jalpaiguri train accident news) । কীভাবে হল বুঝতেই পারলাম না । রেল ট্র্যাকের সমস্যার জন্যই এমন হয়েছে বলে মনে হচ্ছে ৷" বললেন দুর্ঘটনাগ্রস্ত গুয়াহাটি-বিকানের ট্রেনের চালক প্রদীপ কুমার (reaction of Bikaner Guwahati Express driver) ।
Last Updated : Jan 14, 2022, 5:10 PM IST