তৃণমূল বিধায়ক-কাউন্সিলরদের টিকাকরণ নিয়ে বাবুুলের নিন্দা - বাবুল সুপ্রয়র মন্তব্য
"একটা দল যখন আর্দশগতভাবে একদম তলানিতে গিয়ে পৌঁছায় । তারা যখন জানেন যে, চারদিকে মানুষ তাদের উপর এত রেগে আছে, তাঁরা টিকা নিজেরা না নিলে, মানুষই তাঁদের ইঞ্জেকশন দিয়ে দেবেন । সেই ভয় থেকেই নির্লজ্জভাবে আগে এরা টিকা নিচ্ছেন ।" কোরোনার টিকে দেওয়া শুরু হওয়ার দিনই একাধিক তৃণমূল বিধায়ক ও কাউন্সিলর এই টিকা নেন, এই ঘটনার তীব্র নিন্দা করলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় ।