পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

মেচেদা বাজারে উদ্ধার অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ - অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ

By

Published : Dec 7, 2019, 9:55 PM IST

মেচেদা বাজারে উদ্ধার হল অলিভ রিডলে প্রজাতির কচ্ছপ ৷ মৎস্য ব্যবসায়ী সংগঠনের তৎপরতায় প্রাণে বাঁচল কচ্ছপটি । গতকাল প্রায় 18 কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপটি বিক্রির জন্য মেচেদার মাছের আড়তে নিয়ে আসে কাঁথির এক ব্যবসায়ী । কিন্তু মাছ ব্যবসায়ীরা কচ্ছপটিকে দেখামাত্র বনবিভাগের কর্মীদের খবর দেন । পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থান থেকে চম্পট দেয় কচ্ছপ বিক্রি করতে আসা ব্যবসায়ী । বনবিভাগের পক্ষ থেকে কচ্ছপটিকে উদ্ধার করে গভীর সমুদ্রে ছাড়া হয় ৷

ABOUT THE AUTHOR

...view details