পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

"রাজ্যে ধর্ষণের শাস্তি হয় না, উত্তরপ্রদেশের ঘটনায় রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী" - মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে রাস্তায় নেমেছেন

By

Published : Oct 3, 2020, 5:45 PM IST

এ রাজ্যে অসংখ্য ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা ঘটে। এ রাজ্যে ধর্ষণের শাস্তি হয় না। এ রাজ্যে নারী নির্যাতনের শাস্তি হয় না ৷ অথচ সেসব নিয়ে মুখ্যমন্ত্রী কিছুই বলেন না। রাজ্য থেকে দেড় হাজার কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে রাস্তায় নেমেছেন মুখ্যমন্ত্রী। ওঁর লজ্জা হয় না? আজ শিলিগুড়িতে কৃষি আইনের সমর্থনে পদযাত্রায় যোগ দিয়ে একথা বললেন রাজ্য BJP-র সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। কৃষি আইনের সমর্থনে আজ শিলিগুড়িতে পদযাত্রা বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে হিলকার্ট রোড পরিক্রমা করে। পদযাত্রায় উপস্থিত ছিলেন BJP-র রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, শ্রীরূপা মিত্র চৌধুরি এবং BJP -র জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল সহ জেলার অন্য নেতা কর্মীরা।

ABOUT THE AUTHOR

...view details