পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Suvendu Adhikari Rally : তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবসে খোল নিয়ে শুভেন্দুর পদযাত্রা - খোল কীর্তন নিয়ে শুভেন্দুর পদযাত্রা

By

Published : Dec 18, 2021, 6:57 AM IST

80তম তাম্রলিপ্ত জাতীয় সরকারের (Tamralipta Jatiya Sarkar) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে খোল কীর্তন করে পদযাত্রা করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ৷ পূর্ব মেদিনীপুরের তমলুক নিমতলা মোড় সতীশ চন্দ্র সামন্তর মূর্তির পাদদেশ থেকে মানিকতলা বীরাঙ্গনা মাতঙ্গিনী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল হয় (rally of suvendu adhikari on foundation day of Tamralipta Jatiya Sarkar) ৷ তিনি বলেন, "আজ গর্বের দিন, ঐতিহাসিক দিন ৷ আজ যাঁরা জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিলেন তাঁদের স্মরণ করার দিন ।" কয়েক হাজার মানুষ এই পদযাত্রায় অংশ নিয়েছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details