সুস্থতা কামনা করেও মেয়রকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাজুর - কোরোনা আক্রান্ত আসানসোলের মেয়র
"মেয়রের সুস্থতা কামনা করছি ৷ আমরা চাইছি উনি তাড়াতাড়ি সুস্থ হন ৷ তারপর আসানসোলের মানুষের সঙ্গে যে প্রতারণা করেছেন, লুটপাট চালিয়েছেন, যে ক্রিমিনাল রাজ চালিয়েছেন ৷ তারপর শুধু চাক্কি পিসিং আর পিসিং ৷ " আসানসোল মহকুমা আদালতে জামিন নিতে এসে কোরোনা আক্রান্ত অসুস্থ মেয়রকে নিয়ে বিতর্কিত মন্তব্য BJP-র রাঢ়বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায়ের ।