রাজীব কুমার অপরাধী নন, মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেইল করতেই নাটক হচ্ছে : মহম্মদ সেলিম - bjp
"রাজীব কুমার অপরাধী নন, মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেইল করতেই নাটক হচ্ছে ৷ আসলে সবটাই জিইয়ে রাখার চেষ্টা ৷" মন্তব্য করলেন CPI(M) নেতা মহম্মদ সেলিম। শিলিগুড়িতে ETV ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "মমতার কাছে যারা থাকবে তারাই জেল খাটবে ৷ কিন্তু আসল অপরাধীদের BJP ধরতে চায় না ৷" সেলিম বলেন, "অনেকে ভাবছেন এবার পিসি বা ভাইপকে ধরবে ৷ আলোচনাও হচ্ছে ৷ কিন্তু বাস্তব তা না ৷ আসলে ওরা রাজীবের কাছে থাকা ডায়েরি চায় ৷ পেন ড্রাইভ চায় ৷ এতে BJP-র তরফে মুখ্যমন্ত্রীকে ব্ল্যাকমেইল করতে সুবিধা হবে ৷ কিন্তু মূল বিষয় মানুষের টাকা ফেরানো ৷ তা নিয়ে কেউ পদক্ষেপ নিচ্ছে না ।"