DHR-র সম্পত্তি রক্ষণাবেক্ষণে রাজ্যের সঙ্গে MoU স্বাক্ষর করবে রেল - Darjeeling Heritage Railway
দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)-র হেরিটেজ সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রাজ্যের সঙ্গে MoU স্বাক্ষর করবে রেল ৷ কোনওভাবে DHR-র ঐতিহ্য যাতে ক্ষুণ্ণ না হয়, সেদিকে নজর দিয়েই UNESCO তৈরি করেছে কম্প্রিহেনসিভ কনজ়ারভেশন ম্যানেজমেন্ট প্ল্যান (CCMP) ৷ একথা জানান উত্তর-পূর্ব রেলের কাটিহার ডিভিশনের ম্যানেজার রবীন্দ্রকুমার বর্মা ৷ DHR-র হেরিটেজ তকমার 20 বছর উদযাপন উপলক্ষ্যে কর্মসূচির অনুষ্ঠানে যোগ দিতে গতকাল দার্জিলিং আসেন তিনি ৷
Last Updated : Nov 7, 2019, 7:41 AM IST