Dog Squad Training at Asansol : প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে রেল ডগ স্কোয়াডের বিশেষ প্রশিক্ষণ
প্রজাতন্ত্র দিবসে নাশকতার ছক রুখতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আসানসোল রেল ডিভিশনের আরপিএফ ডগ স্কোয়াডকে (Asansol Rail Dog Squad) ৷ প্রতিদিন নিয়ম করে এই প্রশিক্ষণ চলছে এবং লাগাতার এই প্রশিক্ষিত সারমেয়দের নিয়ে রেলে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন রেলের আরপিএফ সুপারেনটেনডেন্ট চন্দ্রমোহন মিশ্র । জানা গিয়েছে, মোট ছয়টি সারমেয় রয়েছে আসানসোল রেল ডিভিশনে (Asansol Rail News)। এরা দুই রকম কাজ করে । এক প্রকার প্রশিক্ষিত সারমেয়রা বিস্ফোরক থেকে শুরু করে অস্ত্র, বারুদ ইত্যাদি শুঁকে তল্লাশি চালাতে পারে । অন্যান্য সারমেয়গুলি ড্রাগস ও তামাক-সহ বিভিন্ন নারকোটিকস পদার্থ চিনতে সক্ষম । পুনে-সহ দেশের বিভিন্ন এলাকা থেকে এইসব সারমেয়গুলোকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসা হয় । ডগ স্কোয়াডে প্রতিদিনই চলে প্রশিক্ষণ এবং শারীরিক কসরত । তবে 26 জানুয়ারি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই স্কোয়াডে ।